প্রকাশিত: Sun, Feb 26, 2023 8:16 AM আপডেট: Mon, Jan 26, 2026 3:27 PM
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর রেকর্ড পরিমাণ মুনাফা
মঞ্জুরে খোদা টরিক: প্রথম আলোর একটি কলামের শিরোনাম ‘ইউক্রেন যুদ্ধে আলু পুড়ে খাচ্ছে ভারত-চীন’ এ লেখায় যুদ্ধে চীন-ভারত কীভাবে লাভবান হচ্ছে সে কথা বলা হয়েছে। তারা এ যুদ্ধ না থামিয়ে এর মধু খাচ্ছে এটাই অভিযোগ। মনে হচ্ছে তারা চাইলেই যুদ্ধ বন্ধ হবে? তাহলে আমেরিকা কী? যাদের কারণে যুদ্ধ ও যুদ্ধ বাণিজ্য সে তথ্য কোথায়? ইউক্রেন যুদ্ধে মার্কিন বাণিজ্য ও মুনাফা কতটা বহুমুখী ও সূদুরপ্রসারি তার সামান্য নমুনা দেখুন। আমার লেখা কি তারা ছাপবে? [১] ইউরোপের সকল দেশ তাদের সামারিক ব্যয় বাড়িয়ে দিয়েছে। কোনো কোনো রাষ্ট্র দ্বিগুন করেছে। কানাডা প্রায় ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে ৮৮টি এফ-৩৫ কেনার পরিকল্পনা করছে। ফিনল্যান্ড গতবছর প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে ৬৪টি প্লেনের অর্ডার ঘোষণা করেছে। জার্মানি তার সেনাবাহিনীকে উন্নত করতে ১০০ বিলিয়ন ডলারের এক বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছে। মার্কিন অস্ত্র নির্মাতারা কার্যাদেশের জন্য অপেক্ষা করছে। এ সময়ে মার্কিন অস্ত্র কোম্পানিগুলো রেকর্ড পরিমাণ মুনাফা করছে। উৎপাদন বাড়াতে কোম্পানিগুলো অনেক নতুন কর্মী নিয়োগ করছে।
[২] ইউরোপের বাজার থেকে রাশিয়ার সস্তা ও সহজ লোভ্য গ্যাস সরিয়ে দিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর উচ্চমূল্যের মার্কিন এলএনজি রপ্তানি দ্বিগুন-তিনগুন বৃদ্ধি করেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর ৬ মাসের মাথায় ইউরোপে আমেরিকান এলএনজি রপ্তানি দ্বিগুণ হয়েছে। ইউরোপে তাদের বাণিজ্যিক আধিপত্য পাকা করছে। [৩] সম্প্রতি ইউএস কর্পোরেট লবির কাছে এক ভিডিও বার্তায় জেলেনস্কি, ব্ল্যাক রক, জেপি মরগান, গোল্ডম্যান শ্যাক্স এবং স্টারলিঙ্কের মতো কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়ে জোর দিয়ে বলেছেন যে- আপনারা প্রত্যেকেই ইউক্রেনে বিনিয়োগ করে বড় বড় ব্যবসা করতে পারেন। এরমাধ্যমে ইউক্রেন মার্কিন বহুজাতিক কোম্পানীর কাছে নিজেদের অর্থনীতি তুলে দিয়েছে।
[৪] ইউএস ডলারের দাম বেড়ে যাওয়ার মার্কিন অর্থনীতি লাভবান হচ্ছে। কেননা ডলার কিনতে বিশ্বের সকল দেশকে এখন অধিক অর্থ গুনতে হচ্ছে। বিশ্ববাণিজ্যের কারেন্সি শুধু ডলার বিক্রিতের তাদের মুনাফা কত সেটেই হিসেবে করুণ। [৫] অস্ত্র-ব্যবসার গত নভেম্বরের মধ্যেই কারবারিদের পকেট প্রায় দুই ট্রিলিয়ন ডলার চলে গেছে। জানুয়ারিতে আমেরিকার শিকাগো-ভিত্তিক ইন দিজ টাইমস ম্যাগাজিন জানাচ্ছে, ভার্জিনিয়ার সামরিক কোম্পানি, রেথিয়নের সিইও, গ্রেগ হেস এবং ওয়াশিংটনের নিকটবর্তী মেরিল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক কোম্পানি, লকহিড মার্টিনের প্রধান, জিম টেকলেট তাঁদের অংশীদারদের সুখবর দিয়ে জানাচ্ছেন যে, গত এক বছরে ইউক্রেন-রুশ বিরোধে তাঁরা বিপুল পরিমাণে মুনাফা করেছে। লেখক ও গবেষক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট